প্রভাবশালী মহলের চাপে তাসরিফ লঞ্চ গুলোর রুট ঢাকা বেতুয়া (চরফ্যাশন) ও ঢাকা - মনপুরা - হাতিয়া রুট পারমিট বন্ধ করার প্রচেষ্টা চলছে ।
অশনি সংকেত ফেয়ারী শিপিং লাইন্স এর ব্যানারে চলাচলরত নৌযান গুলোর ওপর।
এক বিশেষ প্রভাবশালী মহলের চাপে তাসরিফ লঞ্চ গুলোর রুট ঢাকা বেতুয়া (চরফ্যাশন) ও ঢাকা - মনপুরা - হাতিয়া রুট পারমিট বন্ধ করার প্রচেষ্টা চলছে। যাত্রীদের দুর্ভোগ নিরসনে উপকূলীয় অঞ্চলে কোস্টাল ক্লাস ধারী জাহাজ নিয়ে আগমন ঘটে ফেয়ারী শিপিং লাইন্স এর। রুট থেকে তাদের জাহাজ উঠে গেলে যাত্রীদের দুর্ভোগ আরো বৃদ্ধি পাবে সেই সাথে
তাসরিফ-২
মেসার্স ফেয়ারী শিপিং লাইন্স
একচেটিয়া ব্যাবসার আগমন উপকূল এ আবার ঘটবে। সংশ্লিষ্ট মহল উপকূলীয় অঞ্চলের অধিবাসীদের যাতায়াত নির্বিঘ্নে সচল রাখতে উক্ত লঞ্চ গুলো চলাচল যেনো ঠিকঠাক থাকে এই প্রত্যাশা
উপকূলের এই একমাত্র যোগাযোগ ব্যবস্থায় এরকম অশুভ শক্তির অবসান হোক। নিয়মিত চলাচল বজায় থাকুক মেসার্স ফেয়ারী শিপিং লাইন্সের লঞ্চগুলো।
ক্রেডিটঃ জাকারিয়া পারভেজ।
No comments