লঞ্চে ডাকাতি শতাধিক যাত্রীর সর্বস্ব লুটে নেয়।
মাকবুল লঞ্চে ডাকাতি শতাধিক যাত্রীর সর্বস্ব লুটে নেয়।
নারায়ণগঞ্জ থেকে মতলবের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত ৯টায় ছেড়ে আসা এমভি মাকবুল-২ লঞ্চে রাত অনুমানিক পৌনে ১১ টার দিকে ষাটনল ঘাটের কাছাকাছি এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল অস্রের মুখে চালককে জিম্মিকরে মাকবুল লঞ্চের ৫ শতাধিক যাত্রীর সর্বস্ব লুটে নেয় বলে জানান লঞ্চের যাত্রী মতলব উত্তর উপজেলার আনন্দ বাজারের মোবাইল ব্যবসায়ী কামরুজ্জামান সুমন।
ভিডিও দেখুনঃ লঞ্চে ডাকাতি
জানা যায়, লঞ্চটি নির্দষ্ট সময়ের ১৫ মিনিট পরে গজারিয়া ঘাটে ভীড়ে। গজারিয়া ঘাটে ভিড়ার ১০ মিনিট পূর্বে স্প্রীডবোর্টে করে একজর লোক লঞ্চে উঠে। গজারিয়া ঘাট ছাড়ার বেশ কিছুক্ষন পরেই ২ টি স্প্রীডবোর্টে করে ১০/১২ জন ডাকাত লঞ্চে উঠে ফাঁকা গুলি ছুড়ে যাত্রীদের মাঝে আতংক সৃষ্টিকরে যাত্রীদের মোবাইল, নগদ টাকা, মহিলাদের স্বর্নালংকার, যাত্রীদের সাথে থাকা মালামালসহ সর্বস্ব লুটে নেয়। এভাবে ৩০ মিনিটের অধিক সময় ডাকাতি হয়। শেষের দিকে এসে যাত্রীরা চিৎকার করলে অনেকগুলো ফাঁকা গুলি ছোড়ে ডাকাতরা। ষাটনল ঘাটে আসার খানিক আগেই ডাকাতদল লঞ্চ থেকে নেমে স্প্রীডবোর্টে করে চলে যায়।
বৃহস্পতিবার রাতের এই লঞ্চে চাকুরীজীবিরা বেশী যাতায়াত করে বিধায় লঞ্চে আজ অতিরিক্ত যাত্রী ছিল বলে জানান লঞ্চের চুকান সবুজ মিয়া। লঞ্চের নীচতলায়, ক্যাবিনে, বাহডরে এমনকি ছাদের উপরেও আজ অনেক যাত্রী ছিল। লঞ্চটি নারায়নগঞ্জ ঘাট থেকে প্রতিদিন রাত ৯ টায় গজারিয়া, ষাটনল, মোহনপুর, এখলাছপুর, আমিরাবাদ লঞ্চঘাট হয়ে মতলবে আসে।
Courtesy By : Launch Vessel Finders BD
No comments